Wellcome to National Portal
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ অক্টোবর ২০২১

ঢাকার মিরপুরস্থ ৯ নং সেকশনে ১৫ টি ১৪ তলা বিশিষ্ট আবসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প (স্বপ্ননগর-২)।

  • জমির পরিমাণ: ১৪.৪০ একর।
  • মোট ভবন সংখ্যা: ১৫ টি।
  • ১৪ তলা বিশিষ্ট ভবন।
  • ৯টি ভবন: ১৫৪৫ বর্গফুট আয়তন= ৯ x ১০৪ = ৯৩৬ টি ফ্ল্যাট।
  • ৪ টি ভবন:১৩৩৮ বর্গফুট আয়তন= ৪ x ১০৪ = ৪১৬ টি ফ্ল্যাট।
  • ২ টি ভবন: ৮৭৮ বর্গফুট আয়তন= ২ x ১০৪ = ২০৮ টি ফ্ল্যাট।
  • সর্বমোট ফ্ল্যাট সংখ্যা: ১৫৬০টি ফ্ল্যাট।
  • ৬ তলা বিশিষ্ট ১ টি কমিউনিটি ভবন।

প্রকল্পের বর্তমান অগ্রগতি: (আগস্ট ২০২১)

ভবন নং-১১ : ১০ম, ১১তম,  ১২তম  ও ১৩তম  তলার ব্রিক ওয়ার্ক  ও প্লাস্টার এর কাজ চলছে।

ভবন নং-১২ ফিনিশিং কাজ চলমান।

ভবন নং-১৩ : ফিনিশিং কাজ চলমান

ভবন নং-১৪ : ফিনিশিং কাজ চলমান

ভবন নং-১৫ : ১৩ তম তলার ছাদ ঢালাই এর কাজ চলছে। ৫ম তলার ব্রিক ওয়ার্ক এর কাজ চলছে।

ভবন নং-১৬ : ১৪ তম তলার ছাদ ঢালাই এর সম্পূর্ন হয়েছে। ৫ম তলার ব্রিক ওয়ার্ক এর কাজ চলছে।

ভবন নং-১৭ : ১২তম তলার ছাদ ঢালাই এর সম্পন্ন হয়েছে। ৫ম তলার ব্রিক ওয়ার্ক এর কাজ চলছে।

ভবন নং-১৮ : ১৪তম তলার ছাদ ঢালাই এর সম্পন্ন হয়েছে। ভিতরে প্লাস্টারের কাজ চলছে।

ভবন নং-১৯ : চূড়ান্ত দরপত্র মূল্যায়ন প্রক্রিয়াধীন।

ভবন নং-২০ : ফিনিশিং এর কাজ চলছে।

ভবন নং-২১ ফিনিশিং এর কাজ চলছে।

ভবন নং-২২ : ফিনিশিং এর কাজ চলছে।

ভবন নং-২৩ ফিনিশিং এর কাজ চলছে।

ভবন নং-২৪ :  ৮ম তলার ছাদ ঢালাই এর সম্পন্ন চলছে।

ভবন নং-২৫ :  ৭ম তলার ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে।