বাস্তবায়ন অগ্রগতি:
দোকান বরাদ্দ পাওয়ার জন্য প্রায় ৪৯৩ টি আবেদন জমা পড়েছে।
আংশিক স্ট্রাকচারাল নকশা গণপূর্ত অধিদপ্তর হতে ভেটিং করানো হয়েছে এবং অবশিষ্ট অংশ ভেটিং এর জন্য প্রক্রিয়াধীন রয়েছে। ভেটিংকৃত নকশানুযায়ী ম্যাট, বেইজমেন্ট কলাম, রিটেইনিং ওয়াল এবং বেজমেন্ট লিফট ওয়াল সম্পন্ন হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান লকডাউনকালীন কাজ বন্ধ রাখার পর, উল্লেখযোগ্য ভাবে কাজ শুরু না করায় তাগাদা পত্র দেওয়া হয়েছে।
প্রকল্পের ছবিঃ