Wellcome to National Portal
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ অক্টোবর ২০২১

চট্টগ্রাম ফিরোজশাহ ও হালিশহর হাউজিং এস্টেট ১০-তলা বিশিষ্ট আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প।

  • জমির পরিমান ১.৪৫ একর
  • ভবন সংখ্যা ৪ টি (১০ তলা বিশিষ্ট)
  •  ফ্ল্যাট সংখ্যা ৩ * ৯০ = ২৭০ টি (ভবন নং-১/এ, ১/বি ও ২) ১ * ৭২ =   ৭২ টি (ভবন নং-৩) মোট = ৩৪২ টি
  • কার পার্কিং সংখ্যা ৯৮টি (প্রতিটি পার্কিং ৪ লক্ষ টাকা করে।
  •  ফ্ল্যাট এর আয়তন ৭৯২ বর্গফুট (গ্রস) ৬৭০ বর্গফুট (নীট)।

 

  • বাস্তবায়ন অগ্রগতিঃ (আগস্ট ২০২১)
  • ভবন নং-১: A ৮ম তলার ইটের গাঁথুনির কাজ, ওয়াটার রিজ প্যারা ও বিভিন্ন ফ্লোরে প্লাস্টারের কাজ চলমান।
  • ভবন নং-১: B ১০ম তলার ছাদ ঢালাই কাজ সম্পন্ন এবং ৪র্থ তলার গাঁথুনির কাজ চলমান।
  • ভবন নং-২:  ৫ম তলার ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে।
  • ভবন নং-৩: ৮ম তলার তলার ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে।